ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ: রিজভী

ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাই জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে।’ রবিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে আবেদন করা হলেও পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদের অবহিত করা হয়নি। দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা যাচ্ছে না। অনুমতি নিয়ে গড়িমসি, ১৪৪ ধারা জারি করা হচ্ছে।’ একতরফাভাবে আগামী নির্বাচন করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপিনেতা বলেন, ‘বিএনপি হলো এদেশের জনগণের দল, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে বিশ্বাসী। বিএনপি নয়, আওয়ামী লীগই ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দেন-দরবার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। আরেকটি দেশি-বিদেশি মাস্টারপ্ল্যানের নীল নকশার নির্বাচন করতে এখন আওয়ামী লীগ বেপরোয়া।’