স্বাধীনতা দিবস উদযাপনে বিএনপির কর্মসূচি ঘোষণা

বিএনপির সংবাদ সম্মেলন

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করতে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আজ শনিবার (২৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।এছাড়া কার্যালয়গুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক বছর পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকতে পারবেন না। সেই কারণে সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির নেতারাসহ অন্য নেতারা সকাল ৯টায় সাভারে যাবেন। এরপর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২৭ মার্চ স্বাধীনতা র‌্যালি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সহযোগিতা করবে। এরপর মুক্তিযোদ্ধা দলসহ অন্য সংগঠনগুলো তাদের কর্মসূচি পালন করবে।’

বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্রোড়পত্র বের করবে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘২৬ মার্চ ক্রোড়পত্র প্রকাশিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ  রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’ 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধরী, আব্দুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী প্রমুখ।