মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে ড. কামাল

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে ড. কামাল হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মনিরুল ইসলাম চৌধুরী ও আবদুল আউয়াল খান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে গেছেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যান তারা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ড. কামাল হোসেন ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তবে তাদের মধ্যে রাজনৈতিক কোনও আলাপ-আলোচনা হয়নি।

তিনি আরও জানান, এসময় ড. কামাল হোসেন ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের সঙ্গে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল ইসলাম চৌধুরী ও কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান।

সোমবার সকাল ১০ টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।