খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান ৪ বুদ্ধিজীবী

খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয়তাবাদী ঘরানার চার বুদ্ধিজীবী। ইতোমধ্যে খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আবেদনপত্রে সাক্ষাতের জন্য ৮ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) মধ্যরাতে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎপ্রার্থীরা হচ্ছেন: অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুবউল্লাহ ও সাংবাদিক মাহফুজ উল্লাহ। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচন, খালেদা জিয়ার সার্বিক খোঁজ-খবর ও মানসিক অবস্থা দৃঢ় করতে সহযোগিতার জন্যই বুদ্ধিজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চান।

এ ব্যাপারে বুধবার রাত ১২টার দিকে জানতে চাইলে অধ্যাপক মাহবুবউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও চূড়ান্ত হয়নি। তার (খালেদা জিয়া) সঙ্গে বৈঠকের বিষয়ে আয়োজন হলে যাবো।’

ঠিক কী কারণে দেখা করবেন খালেদা জিয়ার সঙ্গে— এ প্রসঙ্গে জানতে চাইলে চার বুদ্ধিজীবীর তিনজনই কোনও মন্তব্য করতে চাননি।

তবে বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমি এখনও জানি না। কেউ কিছু বলেনি। কোনও কাগজপত্রেও সই করতে হয়নি। এখনও জানতে পারিনি।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।