গাজীপুর নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপি

বিএনপি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে রবিবার (৫ মে) জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির একজন সিনিয়র নেতা জানান, রবিবার সন্ধ্যায় সাতটার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। এতে স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা অংশ নেবেন।

সূত্র জানায়, হঠাৎ করেই গাজীপুর সিটি নির্বাচন বন্ধে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি। এ কারণে জরুরি বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন দলটির নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউন কে বলেন, সন্ধ্যায় আমরা মিটিং করবো। তারপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, আজ রবিবার দুপুরে একটি রিট আমলে নিয়ে বিচারপতি নাইমা হয়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেন।