খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়া

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী সোমবার (১৪ মে) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

শনিবার (১২ মে) বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। 

রিজভী জানান, ঢাকাসহ দেশের সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। খালেদা জিয়া ও নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে দেশে কোনও জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনার জুলুমের দিন ফুরিয়ে এসেছে।  আপনাকে মানুষ মিথ্যুক ও ধমকবাজ মনে করে। আপনার কারণে দেশের মানুষ এখন সংজ্ঞাহীন ও মৃত্যুর দোলাচলে। এখনও সময় আছে, অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা ও মুক্তি নিশ্চিত করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করুন।’