কেসিসি নির্বাচন নিয়ে ইসি উদাসীন: রিজভী

রুহুল কবির রিজভী

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি)-এর ভূমিকা সন্দেহজনক বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘কেসিসি নির্বাচন নিয়ে ইসি উদাসীন। মনে হচ্ছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ, আওয়ামী সশস্ত্র ক্যাডার ও নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একই টিমে খেলছে।’

শনিবার (১২ মে) বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও, নির্বাচনি এলাকায় সরকারের অনাচারের এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের পাশাপাশি প্রিজাইডিং অফিসারদেরও জিজ্ঞাসাবাদ করছে সাদা পোশাকধারী পুলিশ। কোনও কোনও ক্ষেত্রে তারা তাদের বাসভবনে গিয়েও খোঁজ-খবর নিচ্ছে। এ নিয়ে প্রিজাইডিং অফিসারদের মনে এক ধরনের সংশয় ও ভীতি বিরাজ করছে।’

খুলনায়  নির্বাচনি এলাকায় ভোটারদের ভয়মুক্ত পরিবেশ তৈরির জন্য নির্বাচনের আগে সেনা মোতায়েনের  দাবি জানান বিএনপির এ নেতা।

প্রধানমন্ত্রীর একজন আত্মীয় ও সরকার দলীয় এমপি দলবলসহ সপ্তাহের বেশি সময় ধরে খুলনায় অবস্থান নিয়ে বিএনপির প্রভাবশালী নেতাদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘প্রতিদিনই তিনি প্রশাসন, পুলিশসহ নানা শ্রেণির মানুষদের সঙ্গে গোপন বৈঠক করছেন। শোনা যাচ্ছে, আগামী দুদিনে ধানের শীষের সরব ও নীরব সমর্থকদের পুলিশ আটক করবে।’