রবিবার কূটনীতিকদের ব্রিফ করবে বিএনপি

বিএনপিকর্মতৎপর হয়ে উঠেছে বিএনপির ফরেন উইং। প্রতি সপ্তাহেই বৈঠকে মিলিত হচ্ছে অন্তত ৩২ জনের এই বিশেষ কমিটি। কার্যক্রমের অংশ হিসেবেই রবিবার (১৩ মে) ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে দলটির পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা এই উইং। আসন্ন এ বৈঠকে খালেদা জিয়ার জামিন শুনানি, রাজনৈতিক পরিস্থিতি এবং খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নিয়ে ব্রিফ করার কথা রয়েছে বিএনপির।

দলটির আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন এমন একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, কূটনীতিকদের ব্রিফ করার প্রস্তুতি হিসেবে শনিবার (১২ মে) সকালে ফরেন উইংয়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে বৈঠকটি শুরু হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে, শেষ হয় দুপুর সোয়া ১টার দিকে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেবেন।

এ ব্যাপারে জানা গেছে, কূটনীতিকদের ব্রিফ করার বিষয়ে গত ৭ মে গুলশানে ফরেন উইংয়ের একটি বৈঠক হয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে বিষয়গুলো ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের জানানোর বিষয়ে আলোচনা হয়। এতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত, পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ, খালেদা জিয়ার মামলা, ৮ মে হাইকোর্টের আপিল বেঞ্চে জামিন শুনানি ও তার স্বাস্থ্য সমস্যাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

ওই বৈঠকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে রোজার মাসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও ইফতার মাহফিল নিয়েও আলোচনা হয়। পরে স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত নেওয়া সিদ্ধান্ত হয়েছে। এরপর শনিবার সকালে বৈঠক করে কূটনৈতিক উইংয়ের দায়িত্বশীলদের ডেকে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের কাছে বিএনপির আমন্ত্রণপত্রও পৌঁছে গেছে বলেও জানা যায়।

বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টিই আলোচনায় মুখ্য স্থান পাবে। এর বাইরে সিটি করপোরেশন নির্বাচন ও চলমান রাজনীতির সর্বশেষ অবস্থাও লিখিতভাবে কূটনীতিকদের জানানো হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিয়মিত কূটনীতিকদের সঙ্গে বসি, প্রত্যেকবারই তাদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করি। বেগম জিয়ার ব্যাপারে লেটেস্ট পজিশন জানানোর জন্য আগামীকালও বসব।’

প্রসঙ্গত, বাংলা ট্রিবিউন বিএনপির বিদেশ-নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। ওই সব প্রতিবেদনে দলের ফরেন উইংয়ের নানা বিষয় ওঠে আসে।

 আরও খবর: বিএনপির কূটনৈতিক উইংয়ে তরুণদের প্রাধান্য