তালুকদার খালেকের আসনে মনোনয়ন পেলেন স্ত্রী

হাবিবুন নাহার
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে উপনির্বাচনে মনোনয়ন পেলেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার। সোমবার (২১ মে) গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের সভায় হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়।

দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ২৬ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ২৭ মে। প্রার্থিতা প্রত্যাহার ৩ জুন।

তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহারএই আসন থেকে আওয়ামী লীগ দলের নির্বাচিত সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। ১০ এপ্রিল এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বেগম হাবিবুন নাহার এই আসন থেকে বিজয়ী হন। তার আগে ওই বছরের ১৫ জুন তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

আরও পড়ুন: ছেড়ে দেওয়া আসনে স্ত্রীর জন্য ভোট চাইলেন তালুকদার খালেক