মেয়রশূন্য এক সিটি, অন্যটির মেয়র কিছুই করতে পারেননি: চরমোনাই পীর







চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (ছবি- সংগৃহীত)রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে একটিতে মেয়র শূন্য এবং অন্যটির মেয়র রাজধানীবাসীর জন্য কিছুই করতে পারেননি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, রাজধানী ঢাকা অপরিকল্পিত এক নগরীতে পরিণত হয়েছে। মানুষের চেয়ে ক্রমে মশার বাসোপযোগী জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। রাস্তা ও ফ্লাইওভার নির্মাণের কর্মযজ্ঞ আর খোঁড়াখুঁড়ির ফলে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। যেখানে-সেখানে ছড়ানো ময়লা, ময়লা দুর্গন্ধযুক্ত পয়ো ও শিল্পবর্জ্যের প্রবহমান নালায় রূপ নিয়েছে।
তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসা নগরীর সব মানুষই বিপদে পড়ে, যখন বৃষ্টি হয়। তখন পয়োবর্জ্য আর শিল্পবর্জ্য মেশা ময়লা পানি বাড়ির ভেতরে ঢোকে। সড়কগুলো হয়ে যায় নদী। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর, কিন্তু ঢাকা নগরীর পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের কিছু হলো না। এভাবে একটি রাজধানী শহর চলতে পারে না।