৭০ লাখ মানুষ কীভাবে মাদকাসক্ত হলো, প্রশ্ন খেলাফত মজলিসের





ইফতার মাহফিলদেশে প্রায় ৭০ লাখ মানুষ কীভাবে মাদকাসক্ত হলো? সরকার, প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ সংস্থা কোথায় ছিল? সরকার প্রশাসন থাকতে কীভাবে দেশে মাদকদ্রব্য ঢোকে অথবা তৈরি হয়? আসলে সর্ষের মধ্যেই ভূত আছে। মাদক নির্মূলে সেই সর্ষের ভূত আগে তাড়াতে হবে। শুক্রবার (২৫ মে) বিকালে রাজধানীর বকশিবাজারে এক ইফতার মাহফিলে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান এসব কথা বলেন।
মাওলানা সৈয়দ মজিবর রহমান বলেন, ‘ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করে সমস্যার সমাধান হবে না। সে যে অপরাধীই হোক না কেন বিনা বিচার হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। চুনোপুঁটি মেরে সমস্যার সমাধান হবে না। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস, দুর্নীতি থেকে মুক্তি পেতে হলে মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেজন্যে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে।’
দলটির চকবাজার থানা সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক,  শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি আলহাজ নূর হোসেন প্রমুখ।