ডি লিট পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের





ডি লিট গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি লিট) পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
রবিবার (২৭ মে) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীতে তারই নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট লাভ বাংলাদেশের জন্য গৌরব ও মর্যাদার অনন্য মাইলফলক।
তিনি বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে স্বৈরশাসনের অবসান ঘটেছে। তার দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, বিদ্যুৎ, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আজ বিশ্বের ‘রোল মডেল’।