নারীর ক্ষমতায়নের কারণেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: চুমকি

মেহের আফরোজ চুমকিনারীর ক্ষমতায়নের কারণেই বাংলদেশ মধ্যম আয়ের দেশে পরিণত  হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নারী ও শিশুদের অধিকারকে বেশি প্রধান্য দিচ্ছে। এ কারণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা হয়েছে।’ 

রবিবার (২৪ জুন) মহিলা বিষয়ক অধিদফতরে মাল্টিপারপাস হলরুমে হবিগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত নারীর জীবন দক্ষতা  উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পদার্পন করেছে। নারীর ক্ষমতায়ণের কারনেই তা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘চা বাগান দেখতে অনেক সুন্দর লাগে।  কিন্তু যারা চা বাগান সাজিয়ে গুছিয়ে রাখে সেই চা শ্রমিকদের জীবন  মানবেতর। আধুনিক সুযোগ সুবিধা তাদের জীবনে প্রভাব ফেলেনি। তাদের জীবন মান উন্নয়ন করতে কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং যত দ্রুত সম্ভব প্রকল্প গ্রহণ করতে হবে।’

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম,মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক আতাউর রহমান,হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা।