নিজস্ব নতুন ভবনে বৈঠকে বসছে আওয়ামী লীগ

আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবনদলের নতুন ভবনে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী শুক্রবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিজস্ব দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

গত ২৩ জুন দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ১০ তলা এই নিজস্ব ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হলেও এখানে দীর্ঘদিন ধরে দলের নীতিনির্ধারণী কোনও সভা অনুষ্ঠিত হয় না। দল ক্ষমতায় আসার পর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলীয় সব ধরনের সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বিরোধী দলে থাকাকালে ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হতো বেশিরভাগ সভা। এছাড়া, তার সুধা সদনের বাসভবনে সভাপতিমণ্ডলীরসহ নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হতো।