যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেফতার

যুবদলবিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল চারটার দিকে মিরপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামুন নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছু মামলায় ওয়ারেন্টও আছে।’
এদিকে মামুন হাসানকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এক বিবৃতি বলেন, ‘বর্তমান সরকার গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অভিযানে এক অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর শূন্য গহব্বরে। মনে হয় অলিখিত সরকারি ফরমান জারি করে বিরোধী দলের নেতাকর্মীদের স্বাভাবিক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’
বিএনপি নেতাকর্মীদের কোথাও কোনও নিরাপত্তা নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘যেকোনও অবস্থায় দিনরাত্রি তাদের ওপর নেমে আসে মামলা আর গ্রেফতারের খড়গ। অব্যাহত ক্রসফায়ারে হত্যার ঘটনায় মৃত্যু পরোয়ানা যেন তাদের সামনে ঝুলিয়ে রেখেছে স্বৈরাচারী সরকার। যুবশক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানামুখী অপচেষ্টা চালাচ্ছে, যাতে রাষ্ট্রীয় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে যুবসমাজ রুখে দাঁড়াতে না পারে। সেই উদ্দেশ্যেই তরুণ যুবনেতা মামুন হাসানকে গ্রেফতার করা হয়েছে।’

অবিলম্বে মামুন হাসানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।