আগামীতে পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবে বিএনপি: মওদুদ আহমেদ

মওদুদ আহমদ (ছবি- সংগৃহীত)আগামীতে বিএনপি আর পুলিশের অনুমতি নিয়ে  সমাবেশ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘আগামীতে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করবো না আমরা। দলের পক্ষ থেকে সমাবেশের ঘোষণা দেওয়া হবে। এরপর আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবো  এতো তারিখে সমাবেশ করতে যাচ্ছি।  আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন।’

শুক্রবার (২০ জুলাই) বিকালে  নয়াপল্টনে  বিএনপির কেন্দ্রীয়  কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

মওদুদ বলেন, ‘সেই দিন আর বেশি দূরে নাই যেদিন বিএনপি পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবে। তাই আমি নেতাকর্মীদের সেই দিনের জন্য প্রস্তুত থাকতে আহ্বান করবো।’

সমাবেশে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান প্রমুখ।