সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মীরা

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মীরাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আয়োজন করা গণসংবর্ধনা অনুষ্ঠানস্থল সোহরাওয়ার্দী উদ্যান আওয়ামী লীগের নেতাকর্মীতে ভরে গেছে। নেতাকর্মীরা এখন প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন।

মঞ্চে সেতুমন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এছাড়া বিশিষ্টজনরাও উপস্থিত রয়েছেন। গান পরিবেশন করছেন মমতাজ, সালমা ও শুভ্র দেবসহ বিভিন্ন শিল্পীরা।

নেতাকর্মীদের যারা সোহরাওয়ার্দী উদ্যানে স্থান পাননি তারা শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী এসে পৌঁছালে অনুষ্ঠান শুরু হবে বলে জানানো হয়েছে।

দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার (২১ জুলাই) বিকাল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে।

ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে তিন লাখেরও বেশি লোকের সমাগম হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।

মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সংবর্ধনার আরও খবর: প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা