২০ দলীয় জোটের বৈঠক শুরু

২০ দলীয় জোটবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আজ মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন। এতে সভাপতিত্ব করছেন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও জোটের একটি সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া সদ্য অনুষ্ঠিত রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচন নিয়েও আলোচনা হবে। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতও প্রার্থী দিয়েছিল। এরপরও সেখানে বিএনপির প্রার্থী জয়ের পথে এগিয়ে রয়েছে। ফলে এ বিষয়টি আলোচনায় আসতে পারে।

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা ঠিক করা নেই। তবে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।