দেশে স্বস্তি ফিরে এসেছে: সেতুমন্ত্রী



ওবায়দুল কাদের (ফাইল ছবি)বাংলাদেশের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমানে দেশে পরিবেশ ফিরে এসেছে।’মঙ্গলবার (৭ আগস্ট) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, ‘কয়েকদিনের উত্তাল পরিস্থিতি কাটিয়ে এখন স্বস্তি ফিরে এসেছে। জাতি এখন স্বস্তি পাচ্ছে।’তিনি আরও বলেন, ‘পরিবহন সংকটের জন্য যে দুর্ভোগ ছিল, তারও অবসান হতে শুরু করেছে। পরিস্থিত সম্পূর্ণ স্বাভাবিক না হলেও সংকট অনেকটাই কেটেছে। আশা করি, আজকের মধ্যে দূরপাল্লার পরিবহন ও ঢাকার পরিবহন সংকট সহনীয় পর্যায় ফিরে আসবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কাল বিলম্ব না করে ক্যাম্পসে ফিরে গেছে। পড়াশুনায় মনোনিবেশ করছে।’ এজন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মকর্তাসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শ্রম বিষয়ক সম্পদক হাবিবুর রহমান সিরাজ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।