‘নির্বাচনের নামে সরকারের কোনও প্রহসনে বিএনপি যাবে না’

জাগপার আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানবিএনপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তবে নির্বাচনের নামে এই সরকারের কোনও প্রহসনে বিএনপি যাবে না।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি।
বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফুসছে বলে দাবি করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘‘তারা পরিবর্তনের একটা সুযোগ চায়। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, ‘আপনারা নির্বাচনে যাবেন নাকি?’ উত্তরে বলছি, আমরা যদি নির্বাচনে না-ই যেতে চাই তাহলে নিরপেক্ষ নির্বাচন কেন চাচ্ছি। নির্বাচন কমিশনের পুনর্গঠন কেন চাচ্ছি। নির্বাচনের সময় সেনা মোতায়েনইবা কেন চাচ্ছি। নির্বাচনে যাবো বলেই তো এসব চাই।’’

বিএনপি আগামী নির্বাচনে যেতে চায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তবে এই সরকারের অধীনে নির্বাচনের নামে সিটি করপোরেশনের মতো কোনও প্রহসনে যেতে চাই না। কারণ, নির্বাচনে যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ না পায় তাহলে জনগণ যে পরিবর্তন চান সেটা তারা করতে পারবেন না।

আগামী নির্বাচনের আগে খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা নজরুল ইসলাম খানের। তিনি বলেন, তাকে নিয়েই নির্বাচনে যাবো। কিন্তু তার মুক্তির জন্য আমাদের সবাইকে রাজপথে কঠোর আন্দোলন করতে হবে।
জাগপা সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।