মানুষের মনে ঈদের আনন্দ নেই: রিজভী

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)মানুষের মনে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি, টাকা পাচার, চাঁদাবজি, দখলবাজিতে মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা। একদিন পরই ঈদুল আজহা। অথচ মানুষের মনে আনন্দ নেই।’

সোমবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এক দশকের মধ্যে ঈদ বাজারে এমন মন্দাভাব আগে কখনও দেখা যায়নি। ব্যবসায়ীরা দোকানে ঈদের সামগ্রী তুলে বিপাকে পড়েছেন। বেচা-বিক্রি বন্ধ। রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য ঘরমুখী মানুষরা প্রচণ্ড দুর্দশার মধ্যে পড়েছে। এ হলো দেশের বর্তমান অবস্থা।’

তিনি আরও বলেন, ‘গতকাল কিছু শিক্ষার্থী জামিন পেলেও এখনও বহু নিরপরাধ শিক্ষার্থী কারাগারে বন্দি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের জামিন মেলেনি এখনও। তাদের অভিভাবকদের আহাজারি আর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।’

খালেদা জিয়াকে জালনথির ওপর ভিত্তি করে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে বলেও দাবি রিজভীর। তিনি বলেন, ‘তিনি বার বার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও নতুন নতুন মামলা ও অজুহাত দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে চিকিৎসা না দিয়ে নানাভাবে নির্যাতন করা হচ্ছে।’