শিক্ষার্থীদের মুক্তিতে স্বস্তি প্রকাশ ড. কামালের



ড. কামাল হোসেনঈদের আগে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ায় স্বস্তি বোধ করার কথা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের এই স্বস্তির কথা জানান তিনি।
এর গত ১৭ আগস্ট গ্রেফতার এসব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ড. কামান। ওইদিন তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুক্তির জন্য প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ঈদের আগে শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ার যে ঐকান্তিক অনুরোধ সরকারের কাছে রেখেছিলাম, গত দুই দিনে তার একটা উল্লেখযোগ্য প্রতিফলন দেখতে পেয়ে স্বস্তি পেয়েছি। এটা সন্তোষজনক যে, বাংলাদেশের জনপ্রশাসনের দায়িত্বশীলেরা বিবেক-বুদ্ধি দ্বারা নিজেদের পরিচালিত করার একটি ভালো নজির স্থাপন করেছেন।’
ড. কামাল বলেন, ‘আমি আশা করবো, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও যেসব পদক্ষেপ নেওয়া সমীচীন, তা অনতিবিলম্বে গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে স্বস্তি প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন ড. কামাল হোসেন।