জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দিতে হবে: চরমোনাই পীর





চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দিতে হবে।
শনিবার (১ সেপ্টম্বর) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ দাবি করেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সরকার যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় পুনরায় যাওয়ার চেষ্টা করছে। এজন্য নির্বাচন কমিশনকে দলীয় আজ্ঞাবহ কমিশনে পরিণত করেছে। নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনও প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সকল দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান বিতর্কিত সংসদ ও সংসদ সদস্যদের অবশ্যই ক্ষমতাহীন করতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু করতে পারেনি, জাতীয় নির্বাচনও করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে।’
মুফতি রেজাউল করীম আরও বলেন, ‘দেশের সর্বত্র সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করছে। সরকারি বিভিন্ন প্রজেক্টের নামে বহুগুন বেশি বরাদ্দ দিয়ে দায়সারা কাজ করে অথবা না করেই প্রজেক্টের টাকা উত্তোলন করে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে সরকার ও প্রকল্প সংশ্লিষ্টরা।’
সম্মেলনে যশোরের ছয়টি নির্বাচনি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমির। তারা হলেন যশোর-১ আসনের মো. বক্তিয়ার রহমান, যশোর-২ আসনের আসাদুজ্জামান, যশোর-৩ আসনের মফিজুল আলম খোকা, যশোর-৪ আসনের অধ্যক্ষ মো. নাজমুল হুদা, যশোর-৫ আসনের মো. ইবাদুল ইসলাম খালাসী, যশোর-৬ আসনের মুফতী আবু ইউসুফ বিশ্বাস।