‘ক্ষমতায় থেকে নির্বাচনের মানসিকতা গভীর সংকট সৃষ্টি করেছে দেশে’

নূর হোসাইন কাসেমীজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘ক্ষমতায় থেকে নির্বাচন করার মানসিকতা দেশে গভীর সংকট সৃষ্টি করেছে। এই মানসিকতা পরিহার করা না হলে দেশে গৃহযুদ্ধ অবধারিত।’ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে দলটির সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে নূর হোসাইন কাসেমী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহু আন্দোলন ও সংগ্রামের ফসল। কিন্তু সরকার একতরফা গায়ের জোরে তা বাতিল করে দিয়েছে। এ কারণে অনিরাপদ হয়ে পড়ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া জনমত প্রতিফলিত হয় না।’

নূর হোসাইন কাসেমীর দাবি, ‘কোনও ধরনের টালবাহানা না করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ভোটার যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতকরণ জরুরি। একইসঙ্গে নির্বাচনি প্রচারণায় সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে। কোনও একটি নির্দিষ্ট দলের দাবি নয়, এগুলো এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।’
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনীর হোসাইন কাসেমি, অর্থ সম্পাদক মাওলানা জাকির হোছাইন প্রমুখ।