‘ফের প্রহসনের নির্বাচন হলে রাজনৈতিক সংকট আরও বাড়বে’

বৈঠকে খেলাফত মজলিসের নেতারাখেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘বর্তমান সরকার ফের প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে; সরকার মহাবিপদে পড়বে।’ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে দলের কার্যালয়ে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী পরিষদের বৈঠকে তিনি একথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকারের প্রতি নতজানু নির্বাচন কমিশন পুনর্গঠন করে ইভিএম বাতিলসহ কারচুপির সব পথ বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়। তাই বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে।’

দলটির ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল জলিল, ঢাকা মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মুহাম্মদ আবুল হোসেন প্রমুখ।