এ‌কই খেলা বারবার খেলা যায় না: আ. লীগকে খন্দকার মাহবুব

‘নির‌পেক্ষ নির্বাচ‌নের পূর্বশর্ত নির্দলীয় সরকা‌র’ শীর্ষক আলোচনা সভাআওয়ামী লী‌গের উদ্দেশে বিএন‌পির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হো‌সেন ব‌লে‌ছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন ভু‌লে যান। ওই রকম নির্বাচন দে‌শের জনগণ আর হ‌তে দে‌বে না। বাংলা‌দে‌শে এ‌কই খেলা বারবার খেলা যায় না।’

শুক্রবার (২১ সে‌প্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে বাংলা‌দেশ মুস‌লিম লী‌গের উদ্যো‌গে ‘নির‌পেক্ষ নির্বাচ‌নের পূর্বশর্ত নির্দলীয় সরকা‌র’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

খন্দকার মাহবুব ব‌লেন, ‘দেশ আজ চরম পর্যায়ে পৌঁছেছে। দে‌শের ইতিহা‌সে এ রকম অবস্থা আর কখ‌নোই হয়নি। এই দেশকে রক্ষা কর‌তে হ‌লে গণতন্ত্রকামী মানুষ‌দের ঐক্যবদ্ধ হ‌য়ে আন্দোলন কর‌তে হ‌বে। তাহ‌লে দেশ মু‌ক্তি পা‌বে।’
বর্তমান সরকারের অধীনে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার প্রমাণ ক‌রে‌ছে তাদের অধীনে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না। বিগত ১০ বছ‌রে দে‌শের জনগণ তা দে‌খে‌ছেন। তাই জনগণকে রাস্তায় নে‌মে আন্দোলন করে গণতন্ত্র ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে। তা না হ‌লে দে‌শের জনগ‌ণের যেটুকু অধিকার আছে তাও হারা‌বে।’
আ‌য়োজক ক‌মি‌টির নির্বাহী সভাপ‌তি আব্দুল আজিজ হাওলাদারের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এন‌ডিএম) চেয়ারম্যান ব‌বি হাজ্জাজ, মুস‌লিম লী‌গের মহাস‌চিব কাজী আবুল খা‌য়ের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন, মু‌ক্তিযু‌দ্ধের প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।