জনসভা স্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা


বিএনপির জনসভায় আসতে শুরু করেছে নেতা-কর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা স্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।  রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা হতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভা স্থলে আসছেন। এসময় তাদেরকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা। 

বিএনপির জনসভায় আসছে নেতা-কর্মীরা
‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ  দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং  সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ শীর্ষক দাবিতে  বিএনপি এই জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা রয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে জনসভা স্থলের আশপাশের এলাকাগুলোতে।  বিএনপির জনসভাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এর আগে শনিবার ২২ শর্তে বিএনপিকে জনসভা আয়োজনের অনুমতি দেয় ডিএমপি।