৩ ও ৪ অক্টোবর সারাদেশে বিএনপির সমাবেশ






সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভাআগামী ৩ অক্টোবর দেশের জেলায় জেলায় সমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ৪ অক্টোবর মহানগরগুলোতে সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে বিএনপি। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এসব কর্মসূচি দেওয়া হয়। বিএনপির মহাসচিব জানান, পর্যায়ক্রমে আরও কর্মসূচি আসবে।
জনসভায় ৭ দফা ও ১২টি লক্ষ্যও ঘোষণা করা হয়।
‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সমাবেশ করছে বিএনপি।
রবিবার দুপুর ২.১০ মিনিটে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জনসভায় কারাগারে থাকা দলীয় চেয়ারপারসনকে সম্মান জানাতে তাকে প্রধান অতিথি করে চেয়ার খালি রাখা হয়। এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউন জানান, গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের বৈঠকগুলোতে তার সম্মানে চেয়ার খালি রেখেছি। তার ধারাবাহিকতায় প্রথম রমজানে এতিমদের ইফতারের মঞ্চেও তার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে। আজকেও জনসভায় বেগম জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে।