২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা আগেই জানতেন খালেদা: দীপু মনি

দীপু মনি (ছবি– ইন্টারনেট থেকে সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট হামলার পুরো ঘটনাটি আগে থেকেই জানতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা জবানবন্দিতে খালেদা জিয়ার জানার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। এই ঘৃণ্যতম ঘটনার তদন্ত করতে দেননি খালেদা জিয়া। এমনকি, যারা সরাসরি হামলা করেছিলো তাদের নিরাপদে পালিয়ে যাওয়ার পরিবেশও তিনি করে দিয়েছেন। সুতরাং তাকে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিপু মনি বলেন, ‘তখন খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না; স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব ছিলো তা তিনি পালন করেননি। তিনি তার উল্টোটা করেছিলেন। মামলা তো করতে দেননি; মামলার সব আলামত নষ্ট করে দিয়েছিলেন। হামলার পর আহতদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই হামলার লক্ষ্য ছিল– তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চিরতরে শেষ করে দেওয়া। আর এর মূল পরিকল্পনাটি করেছিলেন তারেক রহমান। তাই আমরা তার ফাঁসির দাবি জানাই।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।