প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতবাক: রিজভী





রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জাতিকে শুধু হতবাকই করেনি, মানুষ মুচকি হেসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গতকাল (রবিবার, ১৪ অক্টোবর) মাওয়া ও শিবচরের জনসভায় অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আজগুবি, উদ্ভট, স্ববিরোধী নানা কথা বলেছেন, যা জাতিকে হতবাকই করেনি, মানুষ মুচকি হেসেছে।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আসলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে নিজ দলের অনাচারগুলোর দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে বক্তব্য রেখেছেন। আমি প্রধানমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করতে চাই, ২০০৬ সালের অক্টোবরে আপনি যখন লগি-বৈঠা নিয়ে আপনার কর্মীদের ঢাকায় আসতে বলার নির্দেশ দিয়ে, দলীয় লোকদের দিয়ে ২৮ অক্টোবরে লাশের ওপর নৃত্য করালেন, তারপরও কি আপনাকে শান্তির দূত বলতে হবে?’

তিনি আরও বলেন, ‘এবারে ক্ষমতায় এসে বিএনপির মন্ত্রী-এমপি থেকে শুরু করে যুবনেতা-ছাত্রনেতাসহ নানা শ্রেণি ও পেশার মানুষের গুম হওয়া, যা প্রত্যক্ষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দ্বারা সংঘটিত হয়েছে, তারপরও কি আপনাকে মানবতার জননী বলতে হবে ?’

শেখ হাসিনার শাসনামলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘দেবালয়ের পুরোহিতকে হত্যা করা হয়েছে, বিদেশিরা হত্যার শিকার হয়েছেন। আপনার দলের এমপি কচি বাচ্চা ছেলের পায়ে গুলি করেছে, নারায়ণগঞ্জের নিষ্পাপ কিশোর ত্বকী হত্যারও অভিযোগ সেখানকার আপনারই একজন এমপির বিরুদ্ধে, তারপরও আপনাকে কি মাদার অব তেরেসা বলতে হবে?’

খালেদা জিয়াকে বন্দি করে এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় একের পর এক সাজা দিয়ে প্রধানমন্ত্রী ক্রোধাগ্নি নির্বাপণ করতে পারেননি বলেও দাবি বিএনপির এই নেতার। তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতাকে পাথর চাপা দিয়ে সারা জাতির দম বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা কালাকানুন করে আপনারা গণতন্ত্রকেই লকআপ করেছেন। এখন মানুষ মন খুলে কথা বলতে এবং হাসতেও ভয় পায়। মানুষ এখন ডিজিটাল আতঙ্কে ভুগছে। আপনার নির্বাচনে ভোটারদের কোনও অস্তিত্ব নেই, আপনার অধীনে যত নির্বাচন হয়েছে তা ভোট ডাকাতি।’

গণমাধ্যমের মালিক ও সাংবাদিকরা চরম আতঙ্কে আছেন বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘এরপরও কি প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের মানসকন্যা বলতে হবে?’

এ সময় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সারা দেশে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের তথ্যও তুলে ধরেন।