ময়মনসিংহে লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক




রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করেসাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা ও ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বলাশপুরে চট্টগাম থেকে আসা থার্টি সেভেন আপ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেল স্টেশনের সুপার জহুরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে থার্টি সেভেন আপ মেইল ট্রেনটি। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বলাশপুর এলাকায় আসলে ট্রেনের মালবোঝাই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেনের সহায়তায় বেলা ১১টার দিকে ট্রেনের বগি লাইনে ওঠানো সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

ট্রেন চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেত্রকোনাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।