নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই জাতীয় ঐক্যফ্রন্ট: মেনন

গণসংযোগে বক্তব্য রাখছেন রাশেদ খান মেননজাতীয় ঐক্যফ্রন্ট গঠনের তীব্র সমালোচনা করেছেন  সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন নয়। আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল ও প্রশ্নবিদ্ধ করতেই জাতীয় ঐক্যফ্রন্ট সৃষ্টি করা হয়েছে।’ শনিবার  (২০ অক্টোবর)  বিকেলে রাজধানীর মৌচাক মোড়ে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত জানে, তারা নির্বাচনে জনগণের সমর্থন পাবে না।তাই ওই নির্বাচনের ফল নিয়ে যেন প্রশ্ন সৃষ্টি হয়, তা নিয়ে দেশে অশান্তি জিইয়ে রাখা যায়, তার জন্য তারা মাঠ গরম রাখতে চায়। এ সব চক্রান্তকে প্রতিরোধ করে নির্বাচনকে নির্বিঘ্ন ও নির্বাচনে সুস্পষ্ট জনরায় নিয়ে আসতে আওয়ামী লীগ ও চৌদ্দ দলের সব নেতাকর্মীকে কাজ করতে হবে।’

গণসংযোগে  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার,  যুবক্রীড়া সম্পাদক সেকেন্দার আলী, উপ-প্রচার সম্পাদক শুভ্র, শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার প্রমুখ।