ইসিকে ৭ দফা ও ১১ লক্ষ্য লিখিতভাবে দেবে জাতীয় ঐক্যফ্রন্ট





বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা (ফাইল ছবি)জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্য লিখিতভাবে নির্বাচন কমিশনকে কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। রবিবার (২১ অক্টোবর) রাত ৮ টায় গণফোরামের মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
এদিকে, বৈঠকের একটি সূত্র জানায়, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে, তার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
সাংবাদিকদের আ স ম রব বলেন, ‘আগামী ২৬ অক্টোবর বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।’
আ স ম রব জানান, ২৪ অক্টোবরের সিলেট জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন আর প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন সিলেট বিএনপির নেতা ও সিটি মেয়র মেয়র আরিফুল হক।
আগামী ৩০ অক্টোবর রাজশাহী‌তে সমা‌বেশের তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানান রব। তিনি বলেন, ‘২ নভেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে।’
জেএসডির কেন্দ্রীয় নেতা শহিদুদ্দিন মাহমুদ স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল (২২ অক্টোবর) সকাল ১১ টায় গণফোরামের মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।’
বৈঠকের একটি সূত্র জানান, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন সম্মতি দিলে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক হবে। কামাল হোসেনের সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করার জন্য গণফোরামের মহাসচিব মোস্তফা মহসীন মন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে।