জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়ক মনিরুল হক চৌধুরী





সিলেটে সমাবেশ উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের পোস্টার (ফাইল ছবি)জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য মনিরুল হক চৌধুরীকে দেওয়া হয়েছে। আগামী দিনে জোটের যে কোনও সভায় তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। সোমবার (২২ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জোটের সমন্বয় কমিটির সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোশতাক আহমেদ বলেন, ‘সভা থেকে সিলেটের আগামী ২৪ অক্টোবরের জনসভার সমন্বয় করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মো. শাজাহান ও সুলতান মো. মনসুর আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।’

নাগরিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী দিনে প্রতিটি বিভাগ ও জেলা শহরগুলোতে জাতীয় ঐক্যফ্রন্টের কমিটি গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে। এজন্য স্টিয়ারিং নেতারা জেলা সফর শুরু করবেন।’

সভায় মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জগলুল হায়দার আফ্রিক, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান হাবিব, আ.ও.ম. শফিক উল্লাহ, মমিনুল ইসলাম ও মোশতাক আহমেদ।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের পক্ষ থেকে সাত দফা দাবি ও ১২টি লক্ষ্য উপস্থাপন করা হয়।