‘বাম নেতারা বলেছেন, সংবিধানের ভেতর থেকেই নির্বাচন সম্ভব’





বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আওয়ামী লীগের সংলাপআওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চেতনায় মিল থাকলেও তাদের সঙ্গে সরকারের মত ও পথের অমিল আছে। কিছু বিষয়ে তাদের ভিন্নমত আছে। তারা স্পষ্টভাবে সেগুলো তুলে ধরেছেন। তবে সংবিধানের ভেতর থেকেই সেগুলোর অনেকাংশ সমাধান করা সম্ভব। সংবিধানের ভেতর থেকেই নির্বাচন করা সম্ভব বলেও মত ব্যক্ত করেছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে গণভবনে সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বাম গণতান্ত্রিক জোটের দাবিগুলোর বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। পাশাপাশি সবগুলো সংলাপের বিষয়েও জানাবেন।
ঐক্যফ্রন্টের নেতাদের মঙ্গলবারের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে দেওয়া নানা বক্তব্যে ভালগারিজম আছে বলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্তব্য করেন। তিনি বলেন, ‘মানুষের হতাশা যখন বেড়ে যায় তখন বেপরোয়া হয়ে যায়। অনেকে প্রধানমন্ত্রীর নাম অশালীনভাবে উচ্চারণ করেছেন, অশালীনভাবে আক্রমণ করেছেন। এগুলো কেউ ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। তাদের বলবো যৌক্তিকভাবে কথা বলতে, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে সেটা গণতন্ত্রেও জন্য শুভ ফল বয়ে আনবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘সবার হাঁড়ির খবর জানি আমরা। যারা বেশি কথা বলছেন, তারা অনেকে তাফালিং করছেন, আবার ভদ্রমূর্তি ধারণ করেন, কিন্তু নোংরা ভাষা দেশের মানুষ কি পছন্দ করে?’
ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন আন্দোলন করুন। আপনারা আন্দোলনের নামে রাস্তায় সহিংসতা করবেন, নাশকতা করবেন, আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, সেটা মনে করবেন না।’