পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি: মির্জা ফখরুল

দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরুর পরে পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের কোনও পরিবেশ বা পরিস্থিতি নেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব।’

সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের মনোনয়নপত্র সংগ্রহের পর এসব কথা বলেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনের অংশ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রধম ফরমটি তোলা হয় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য।