শনিবার প্রার্থী চূড়ান্ত করবে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতীকআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া (শনিবার) ১৭ নভেম্বর শুরু করবে ইসলামী আন্দোলন। সেদিন প্রাক-প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৩০০ আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রদান করবেন দলটির আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দলীয় কার্যালয়ে হাতপাখা প্রতীকে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান করা হবে। চরমোনাই পীর আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র প্রদান করবেন।
মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার সকাল ৯টা থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই প্রক্রিয়া। প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে সারাদেশে তৃণমূল থেকে প্রস্তাবিত ও প্রাক-প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৩০০ আসনের প্রার্থীরা ঢাকায় উপস্থিত হবেন। যদিও তার আগেই স্থানীয় নির্বাচন কমিশনের কাছ থেকে মনোয়ন ফরম সংগ্রহ ও পূরণ করেছেন তারা।
শনিবার দিনব্যাপী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উপস্থিতিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। প্রার্থী মনোয়ন ফরম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য গঠিত হয়েছে চারটি পৃথক ডেস্ক। মনোনয়ন ফরম যাচাই-বাছাই ও মূল্যায়ন ডেস্ক থেকে সত্যায়নের পর নথিপত্র পুনর্মূল্যায়ন করা হবে।