নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে: মুফতি ওয়াক্কাস

মুফতি ওয়াক্কাস (ফাইল ছবি)২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেছেন, ‘২০ দলীয় জোটের ব্যাপক জনসমর্থন ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। নির্বাচন বানচাল করার সব ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা রুখে দাঁড়াবে।’

বৃহস্পতিবার বিকালে পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মুফতি ওয়াক্কাস বলেন, ‘জেল-জুলুম-নির্যাতন করে মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখা যায় না। খালেদা জিয়াকে বন্দি করে পিছনের দরজা দিয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’ মুফতি ওয়াক্কাস যশোর-৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মুফতি রেজাউল করীম, ড. সৈয়দ রেজওয়ান আহমদ, মুহাম্মদ রশীদ আহমদ, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, তোফায়েল গাজালি, নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।