দেশকে নির্বাচনি হাইওয়ে থেকে নামানোর ষড়যন্ত্র চলছে: ড. আশিকুর রহমান

সমাবেশদেশ এখন নির্বাচনি হাইওয়েতে উঠে গেছে বলে মন্তব্য করেছেন ভোলা-২  (দৌলতখান-বোরহানউদ্দিন) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ড. আশিকুর রহমান শান্ত। তিনি বলেন, ‘এখন দেশকে নির্বাচনি হাইওয়ে থেকে নামানোর জন্য ষড়যন্ত্র চলছে।’ শনিবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেনের উদ্দেশে ড. আশিকুর রহমান শান্ত বলেন, ‘ঐক্যফ্রন্ট থেকে এখনও পরিষ্কার করা হয়নি, তারা নির্বাচিত  হলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন। কারণ, তারা জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখতে চান। যদি এই কথাগুলো প্রমাণ করতে পারি, তবে আমাদের কাছে পরিষ্কার হবে, জামায়াতের কথায় ঐক্যফ্রন্ট চলছে। আর জামায়াত চলছে ইসলামাবাদের কথায়।’ তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর প্রমাণিত হবে বাংলাদেশ কার।’

আওয়ামী লীগের এই মনোনয়নপ্রত্যাশী বলেন, ‘আমি ঐক্যফ্রন্ট নেতাকে আহ্বান জানাবো,  জামায়াতের সব ষড়যন্ত্র থেকে বের হয়ে এসে নির্বাচনে আসুন। সব অগ্নিসন্ত্রাস বর্জন করুন। জামায়াতকে পাশে রেখে কখনও সুস্থ ধারার নির্বাচন এদেশের মানুষকে দিতে পারবেন না।’