মনোনয়ন পাচ্ছেন না বদি, টাঙ্গাইলের রানাও বাদ

 

আব্দুর রহমান বদি ও আমানুর রহমান খান রানাকক্সবাজার-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং টাঙ্গাইল-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান রানাকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কক্সবাজারের বদি এবং টাঙ্গাইলের রানা এই দুজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। কারণ, এই দুজন সম্পর্কে নানা ধরনের আলোচনা-সমালোচনা আছে। যদিও জরিপে তারা অনেক এগিয়ে আছে। এরপরও সমালোচনা এড়াতে এবার তাদের মনোনয়ন দেওয়া হবে না। বদির আসনে তার স্ত্রী আর রানার আসনে তার পিতা আতাউর রহমান খানকে নমিনেশন দেওয়া হবে।’

বদির পরিবর্তে তার স্ত্রীকে মনোনয়ন দিলে কি আদৌ কোনও পরিবর্তন আসবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক পরিবারের সবাই তো আর খারাপ নয়।’

তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনেক সীমাবদ্ধতা আছে। তাদের হাতে তো আর মিসাইল নেই। তবে তারেক রহমানের সংবাদ প্রচারের ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এছাড়াও আমাদের হাতে অন্য অপশন তো আছে।’

শ্রিংলার সঙ্গে কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশের যে উন্নয়ন কাজ চলছে তা নিয়েই বেশিরভাগ আলোচনা হয়েছে।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হবে- ভারত এমনটিই প্রত্যাশা করে।’