‘এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার’

ইশতেহার নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ছাপানো হবে বলে জানিয়েছেন এই জোটের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘১১ দফার ভিত্তিতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার তৈরি করা হচ্ছে। তবে এটা আরও বিস্তৃত হবে।’

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সাড়ে ১১টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী তার ধানমন্ডির অফিসে এসব কথা বলেন। এরপর ওই অফিসে ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়। আজকের বৈঠকে ইশতেহারের খসড়া তৈরি করা হবে।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা আজ ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরি করবো। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাস হবে। আজ বৈঠক শেষ হতে ঘণ্টা তিনেক লাগতে পারে।’

ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, ‘আমার চিন্তা আছে, মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।’

বৈঠকে উপস্থিত রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্যের ডা. জাহেদুর রহমান, গণফোরামের শফিকউল্লাহ।