বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপিআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই কমিটি করা হয়।

বুধবার (২৮ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে নজরুল ইসলাম খানকে। কমিটির বাকি সদস্যের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই পূর্ণ কমিটির কথা জানানো হবে।’

এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জন এই কমিটিতে থাকবেন। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সাবেক সচিব ঈসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ইসি সচিব আব্দুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব বিজন কান্তি সরকার, শিক্ষক সাব্বির আহমেদ এই কমিটিতে থাকতে পারেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।