২০ দলীয় জোটের শরিকরা যেখানে মনোনয়ন পেলেন

২০ দলীয় জোটএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের শরিকের মধ্যে জামায়াত ছাড়া বাকিদের ১৫টি আসন ছাড় দিয়েছে বিএনপি। ২০ দলীয় জোট মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি, খেলাফত মজলিস দুটি, এলডিপি পাঁচটি, জাতীয় পার্টি (কাজী জাফর) দুটি, জমিয়তে উলামায়ে ইসলাম তিনটি, এনপিপি একটি ও বাংলাদেশ পিপলস পার্টিকে একটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। শনিবার ( ৮ ডিসেম্বর) রাতে শরিকদের ধানের শীষের চিঠি দেওয়া হয়।

ঢাকা-১৭ বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নড়াইল-২ এনপিপি ফরিদুজ্জামান ফরহাদ, রংপুর-৩ পিপলস পার্টির রিটা রহমান, চট্টগ্রাম- ৫ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এলডিপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন, চট্টগ্রাম-১৪ অলি আহমেদ, চট্টগ্রাম-৭ মো. নুরুল আলম, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর- ১ সাহাদাত হোসেন সেলিম, ময়মনসিংহ-১০ সৈয়দ মাহবুব মোর্শেদ।

খেলাফত মজলিস থেকে মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনে আহমেদ আবদুল কাদের ও হবিগঞ্জ-২ আসনে আবদুল বাসিদ আজাদ।

জমিয়তে উলামায়ে ইসলামে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ- ৩-এ মাওলানা শাহিনুর পাশা, যশোর-৫ আসনে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ও নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মুনির হোসেন।

জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা-৩ আসনে টিআই ফজলে রাব্বী, কুষ্টিয়া-২ আসনে আহসান হাবিব লিংকন।

২০ দলীয় জোটের সব প্রার্থীই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শুধু এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ নিজ দলের ‘ছাতা’ প্রতীকে ভোট করবেন।