সলিমুল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে ববি হাজ্জাজের প্রচারণা শুরু





মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন গণঐক্যের চেয়ারম্যান ববি হাজ্জাজ। বাংলাদেশ মুসলিম লীগের দলীয় প্রতীক হারিকেন নিয়ে মুসলিম লীগ ও এনডিএম-এর সমন্বয়ে গণঐক্য জোটের ৫৫টি আসনে প্রার্থীদের প্রচারণার উদ্বোধন করেন তিনি।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীর বেগমবাজারে স্যার সলিমুল্লাহর কবর জিয়ারতের পর কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ববি হাজ্জাজ বলেন, ‘আজকের প্রচারণা শুধু নির্বাচনের জন্যই নয়, এ প্রচারণার লক্ষ্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নবাব স্যার সলিমুল্লাহর স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘমেয়াদি যাত্রা করা।’
জোট ও মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, ‘মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লার অর্জন লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান ও পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস। আজকের নির্বাচনি প্রচারণার উদ্দেশ্য মুসলিম লীগের প্রতীক হারিকেন মার্কার প্রার্থীদের নির্বাচিত করে স্যার সলিমুল্লাহর অসমাপ্ত কাজ বাস্তবায়নের পথ উন্মুক্ত করা।’
এসময় উপস্থিত ছিলেন নবাব পরিবারের সদস্য আলী হাসান আসকারী, মুসলিম লীগ নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন আবুড়ী, কুদরতউল্ল্যাহ, গণঐক্যের যুগ্ম মহাসচিব মমিনুল আমিন ও লায়ন নুরুজ্জামান হীরা। দলীয় প্রার্থীদের মধ্যে সাইফুদ্দিন আহমেদ মনি (ময়মনসিংহ-২), অ্যাড. আফতাব হোসেন মোল্লা (ঢাকা-৭), হাসিনা বেগম (ঢাকা-৮), আব্দুল মোতালেব (ঢাকা-৯), শরীফ মো. মিরাজ হোসেন (ঢাকা-১১), রেজাউল ইসলাম স্বপন (ঢাকা-১৮), নুরুল আমিন (চাঁদপুর-২), মাহবুবুর রহমান ভূঁইয়া (চাঁদপুর-৪), শামসুল হক খান আসাদ (বাগেরহাট-২), সৈয়দ আব্দুল হান্নান নূর (গাজীপুর-২), ফারুক হোসেন আসাদ (মানিকগঞ্জ-১) প্রমুখ। অনুষ্ঠান শেষে নেতারা ঢাকা-৬ ও ঢাকা-৭ নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন।