নির্বাচনি প্রচারণায় ছাত্রলীগের হামলার অভিযোগ আফরোজা আব্বাসের

নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ পুলিশের কাছে তুলে ধরছেন ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, বুধবার দু-দফায় তার নির্বাচনি প্রচারণায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি বলেন, এই হামলাকারীরা আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর লোকজন।

বুধবার আফরোজা আব্বাস গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।

তিনি জানান,‘প্রথমবার সকাল ১০টার দিকে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রচারণা চালানোর সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন। দ্বিতীয় দফায় মাদারটেক চৌরাস্তায় আবারও হামলা করা হয়। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।'

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস নির্বাচনি প্রচারণায় বের হলে তার গাড়িবহরে হামলা করা হয়

আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন,‘সাবের হোসেন চৌধুরীর সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। তারা ভোটের পরিবেশকে নষ্ট করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে।’

তবে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন,‘দুর্বৃত্তরা হামলা করতে পারে। ছাত্রলীগ এর সঙ্গে জড়িত নয়। পুলিশ তাদের খুঁজে বের করুক।’

সবুজবাগ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন,‘আফরোজা আব্বাস পুলিশকে ইনফরমেশন না দিয়েই নির্বাচনি ক্যাম্পেইনে বের হয়েছেন। কারা হামলা করেছে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ হামলার কারণে বিকালে সবুজবাগ এলাকায় প্রচারণার কাজ বাতিল করেন আফরোজা আব্বাস।