সাম্প্রদায়িক শক্তি ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

দেশের সাম্প্রদায়িক শক্তি ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের সাম্প্রদায়িক শক্তি ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে তাদের প্রতিহত করা হবে।’

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘৩০ ডিসেম্বর আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের অঙ্গীকার হোক- আগামী নির্বাচনে সাম্প্রদায়িক, অশুভ শক্তি, খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যফ্রন্টের ব্যানারে, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের পরাজিত করবো।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। তাই এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার হচ্ছে- এদেশ মুক্তিযুদ্ধের দেশ, এদেশ অসাম্প্রদায়িক চেতনারর ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছে। এই দেশে মুক্তিযোদ্ধারা জয়ী হবে। আমরা আগামী নির্বাচনে স্বাধীনতাবিরোধীতে পরাজিত করবো। এটাই আমাদের অঙ্গীকার।’