সুষ্ঠু নির্বাচনের কোনও আলামত নেই: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীতনির্বাচনি প্রচার শুরুর ছয়দিন হলেও সুষ্ঠু নির্বাচনের কোনও আলামত এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রবিবার (১৬ ডিসেম্বর) পিরোজপুরের মঠবাড়িয়ায় এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
জনসভায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা-হুমকি বন্ধ হয়নি। দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে। অনেক প্রার্থী এখন পর্যন্ত এলাকায় গিয়ে প্রচারণা চালাতে পারছেন না। সব মিলিয়ে আসন্ন সংসদ নির্বাচন সহিংসতার দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশন সবকিছু দেখেও না দেখার ভান করে আছে।’
রেজাউল করীম আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যত হতাহতের ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছে। হামলা, হুমকি ও অফিস ভাঙচুর করে অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে না।