আজও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি: জোনায়েদ সাকি

নির্বাচনি প্রচারণায় জোনায়েদ সাকিমুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা-১২ আসনে গণতান্ত্রিক বাম জোটসমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনও প্রতিষ্ঠিত হয়নি। বরং গণতন্ত্রকে টুঁটি চিপে ধরে হত্যা করার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে।’ রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে ঢাকা-১২ সংসদীয় আসনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডের নাখালপাড়া-তেজকুনী পাড়া-তেজতুরী বাজার এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘‘অবস্থা দেখে মনে হচ্ছে,  কেবল ‘একটি দলই’ নির্বাচনে অংশ নিচ্ছে। কেননা গতকাল রাতেও যখন গণসংহতি আন্দোলনের কর্মীরা ২৫নং ওয়ার্ডে পোস্টার ফেস্টুন লাগাচ্ছিরৈন, তখন সেখানে পুলিশ সদস্য ও ছাত্রলীগকর্মীরা মোটরসাইকেলে এসে বাধা দেয়। সরকার দলীয় প্রার্থীরা ছাড়া অন্য বিরোধীদলীয় প্রার্থীদের প্রচার মিছিলের ওপর সরকারদলীয় নেতা-কর্মীরা দফায় দফায় হামলা করেছে। এমনকি প্রচার মিছিলে গুলি করে আহত করছে, হামলা-নির্যাতন চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের অভিযোগগুলো জমা দিলেও নির্বাচন কমিশন এখনপর্যন্ত এমন কোনও ব্যবস্থা নেয়নি, যার মাধ্যমে প্রমাণিত হয়, তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে চায় কিংবা তারা নিরপেক্ষ! ’’

এরআগে, রবিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন বিকালে গণসংযোগের একপর্যায়ে নাখালপাড়ায় কাঁচাবাজারের পাশে নেতাকর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি অফিস উদ্বোধন করেন জোনায়েদ সাকি। এ সময় তিনি সবাইকে কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।