ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা ২১ ডিসেম্বর



ইসলামী আন্দোলন বাংলাদেশআগামী ২১ ডিসেম্বর (শুক্রবার) ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। সেদিন দুপুর ১২টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার প্রকাশ করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৯৯ আসনে লড়ছেন দলটির প্রার্থীরা। দলের ইশতেহার নিয়েও গঠিত হয়েছে একটি কমিটি।
ইসলামী আন্দোলনের ইশতেহার প্রণয়ন কমিটির প্রধান ও দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি করি না। ইসলামি আদর্শে বিশ্বাস করি। দেশের উন্নয়নের বড় বাধা দুর্নীতি, তাই দুর্নীতি প্রতিরোধ আমাদের মূল লক্ষ্য। এ বিষয়টি ইশতেহারে থাকবে। এছাড়া কর্মসংস্থান, শিক্ষা, কৃষি খাতের উন্নয়নের বিষয়গুলোও থাকবে।’
দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছরে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও এখনও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। লাখো শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার। বাংলাদেশের মাটি, প্রকৃতি, মানুষ ও পরিবেশ সবকিছুই সম্ভাবনাময়। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ৪৭ বছরে দেশকে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব ছিল, কিন্তু ইতোপূর্বে যারা দেশকে শাসন করেছে তারা দেশকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাই এবারের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রুখতে হবে।’