ঐক্যফ্রন্টের সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের ফলাফল এবং ফ্রন্টের আগামী দিনের করণীয় ঠিক করা হবে এই বৈঠক থেকে।
গণফোরামের একটি সূত্রে জানা যায়, পুনরায় নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের বৈঠক থেকে কর্মসূচি ঠিক করা হবে।
জাহাঙ্গীর আলাম মিন্টু বলেন, ‘দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দর রউফ ও মাহমুদুর রহমান মান্নাসহ প্রমুখ উপস্থিত থাকার করা রয়েছে।’